সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫
খাদ্য ও আবাসনসংকট নিরসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা গণতান্ত্রিক ছাত্র জোট পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এর পক্ষে আগামী রোববার থেকে সাত দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে সংগঠনগুলো।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল।
দাবিগুলো হলো—অবিলম্বে হল ডাইনিং পুনরায় চালু করে ভর্তুকি মূল্যে পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে, শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণে নতুন হল নির্মাণ, অবৈধ সিট বণ্টন বাতিল করে বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে সিট প্রদান ও হল প্রভোস্টের স্বাক্ষরের জন্য ধার্য করা ৫০ টাকা বিবিধ উন্নয়ন ফি বাতিল করতে হবে, বধ্যভূমি-জিয়া হল ও স্টেশন বাজার-বিনোদপুর রাস্তার সংস্কার করতে হবে, বিশ্ববিদ্যালয় মেডিকেলে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, চিকিৎসক-নার্স নিয়োগ, অ্যাম্বুলেন্স বৃদ্ধি, ওষুধ ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা এবং ক্যাম্পাসে ফার্মেসি স্থাপন করতে হবে। শিক্ষার্থী সংসদ নির্বাচন, পরিবেশ পরিষদ গঠন, সন্ত্রাস ও সাইবার বুলিং বন্ধে স্বাধীন তদন্ত সেল এবং ক্যাম্পাসে কোরআন পোড়ানো, শিক্ষক নিপীড়ন ও ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে।
ফুয়াদ রাতুল বলেন, ‘বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এসেছে, তাই আমাদের প্রত্যাশা ছিল তারা ক্যাম্পাসকে শিক্ষার্থীদের বসবাসের জন্য আরেকটু উপযোগী এবং দাবিদাওয়া বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখবে।
কিন্তু আমরা বারবার হতাশ হয়েছি। ছয় মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তফসিল ঘোষণা করতে পারেনি। তবে আমরা এখনো আশা হারাতে চাই না। প্রশাসন দ্রুতই বিষয়গুলো সমাধান করবে বলেই প্রত্যাশা করছি।’
এ সময় ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, বিপ্লবী ছাত্রমৈত্রীর সদস্য আল আশরাফ রাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD