১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গণভোটের বিষয়ে বিএনপি অনড়: আমীর খসরু

admin
প্রকাশিত ২৮ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ১৮:১৮:৪০
গণভোটের বিষয়ে বিএনপি অনড়: আমীর খসরু

Manual8 Ad Code

‘গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে, দুই ব্যালটে—এ অবস্থান থেকে সরে আসছে না বিএনপি’

গণভোটের বিষয়ে বিএনপি তার আগের অবস্থানেই অনড় থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “আমরা (বিএনপি) পরিষ্কারভাবে বলেছি—গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে, দুই ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রথম দিন থেকেই বিএনপির এই অবস্থান, এখনো পরিবর্তন হয়নি, ভবিষ্যতেও হবে না।”

Manual7 Ad Code

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারকে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, “জাতীয় সংসদ নির্বাচনের আগে যথোপযুক্ত সময়ে অথবা নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠান করা হবে।”

Manual6 Ad Code

এ প্রসঙ্গে আমীর খসরু বলেন, “নতুন করে এ বিষয়কে সামনে আনার কোনো সুযোগ নেই। এটা যে-ই বলুক, যারা প্রতিবেদন দিয়েছে, সেটা তাদের বিষয়—বিএনপির নয়।”

তিনি আরও বলেন, “কারা কী সুপারিশ করেছে, সেটা তাদের সমস্যা। বাংলাদেশে ভোট করবে রাজনৈতিক দলগুলো। আমাদেরও অনেক সুপারিশ ছিল, যেগুলো ঐকমত্যে আসেনি। ঐকমত্যের বাইরে গিয়ে কেউ কিছু বললে সেটা তাদের ব্যাপার, কিন্তু সিদ্ধান্ত হতে হবে ঐকমত্যের ভিত্তিতে।”

এর আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবং পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল

Manual1 Ad Code

বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান আমীর খসরু।

Manual4 Ad Code

তিনি আরও জানান, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চান।
আমীর খসরু বলেন, “তাঁরা জানতে চেয়েছেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন। আমরা জানিয়েছি, তিনি সঠিক সময়ে, খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন। দিনক্ষণ তাঁর পক্ষ থেকেই জানানো হবে, তবে সময়টা খুব বেশি দূরে নয়।”