১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে মানববন্ধন

admin
প্রকাশিত ০১ অক্টোবর, বুধবার, ২০২৫ ১৬:০৪:৪৫
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে মানববন্ধন

Manual3 Ad Code

গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন থেকে বসতবাড়ি ও আবাদি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বিকেলে ভাঙনকবলিত গ্রামবাসীর উদ্যোগে নদের পাড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শ ভুক্তভোগী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

ভাঙনের শিকার গ্রামগুলো

গত এক মাস ধরে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে অব্যাহত ভাঙনে উড়িয়া ইউনিয়নের ককাইমারী, ব্যাপারীপাড়া, আকন্দপাড়া, জোলাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রামের বহু বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েক শ পরিবার এখনো মারাত্মক হুমকির মুখে রয়েছে।

অভিযোগ ও দাবি

বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে জরুরি ভিত্তিতে অস্থায়ী ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি স্থায়ী প্রতিরোধ প্রকল্প গ্রহণের দাবি জানান।

Manual4 Ad Code

বক্তারা

কর্মসূচিতে বক্তব্য দেন—

Manual3 Ad Code

  • গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ

    Manual5 Ad Code

  • ফুলছড়ি উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ

  • উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান

    Manual3 Ad Code

  • সহ-সেক্রেটারি মাওলানা আবুল খায়ের

  • স্থানীয় ইউপি সদস্য ছায়দার রহমান

  • সমাজসেবক মজনুর রশিদ প্রমুখ