কানাইঘাট প্রতিনিধি : ৯নং রাজাগঞ্জ, ৮নং ঝিংগাবাড়ী ও ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির সমন্বয়ে গঠিত বৃহত্তর গাছবাড়ী বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের লক্ষে প্রস্তাবিত দু’টি স্থান পরিদর্শনে করেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম ও কানাইঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় গাছবাড়ী এলাকার জনপ্রতিনিধি ও গাছবাড়ী বাজার ব্যবসায়ী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসী কে সাথে নিয়ে সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাথমিকভাবে দু’টি জায়গা পরিদর্শন করেন। গাছবাড়ী দক্ষিণ বাজার কৃষি অফিসের পরিত্যক্ত পুরনো বিল্ডিং ও উত্তর বাজার ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যাক্ত পুরনো বিল্ডিং। দু’টি বিল্ডিং এর মধ্যে কর্তৃপক্ষ যেটি পছন্দ করবেন সেটিতে প্রাথমিক ভাবে অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প এর কার্যক্রম শুরু হবে বলে জানান পরিদর্শনে আসা কর্মকর্তা বৃন্দ। তারা আরোও বলেন কানাইঘাট থানা থেকে ৭,৮,৯ইং ইউনিয়ন দুরবর্তী হওয়ায় অনেক সময় আইনি সেবা দিতে পুলিশ ও সেবা নিতে যাওয়া মানুষের অনেক কষ্ট করতে হয়। আর এই কষ্ট কে দূর করতে ও পুলিশিং সেবা মানুষ কে দ্রুত দেওয়ার জন্য এই পুলিশ ক্যাম্প অত্যান্ত জরুরী তবে এই ক্যাম্প করতে সবার সহযোগীতা কামনা করছি। আশা করি এই ৩ইউনিয়নের মানুষ আমাদের কে সহযোগীতা করবেন এবং যে কোন অপরাধ দমনে পুলিশের পাশে থাকবেন।