১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজার উদ্দেশ্যে মিডিয়া ফ্লোটিলা যাত্রা, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েল

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ২২:২৩:২৬
গাজার উদ্দেশ্যে মিডিয়া ফ্লোটিলা যাত্রা, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েল

Manual7 Ad Code

ফিলিস্তিন, ৩ অক্টোবর — ফিলিস্তিনের দুর্ভিক্ষকবলিত গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি সেনারা আটক করেছে। স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা এই নৌবহরে থাকা সব অধিকারকর্মীকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আটক কেন্দ্রগুলোতে রাখা হয়েছে।

Manual5 Ad Code

ধারণা করা হয়েছিল, বাংলাদেশের আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমও ওই নৌবহরের সঙ্গে ছিলেন। তবে শুক্রবার (৩ অক্টোবর) সকালে শহিদুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় নেই; বরং “মিডিয়া ফ্লোটিলা” নামের আরেক নৌবহরের সঙ্গে গাজার উদ্দেশ্যে যাত্রা চালিয়ে যাচ্ছেন।

Manual3 Ad Code

শহিদুল আলম ভিডিও বার্তায় বলেন, “আজ আমরা ফিলিস্তিন টাইম জোনে পৌঁছেছি। সুমুদ ফ্লোটিলায় যাঁরা গিয়েছিলেন, তারা ভিন্নভাবে গিয়েছেন। আমরা আলাদাভাবে যাচ্ছি। জানতে পেরেছি, ইসরায়েল তাদের সব জাহাজ আটক করেছে।”

Manual1 Ad Code

মিডিয়া ফ্লোটিলার উদ্দেশ্য

শহিদুল আলম যেই জাহাজে আছেন, তার নাম ‘কনসায়েন্স’। মিডিয়া ফ্লোটিলার লক্ষ্য হচ্ছে গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙতে তথ্য ও সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা। এ নৌবহরে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও চিকিৎসকরা রয়েছেন। মিডিয়া ফ্লোটিলা গাজায় মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার পাশাপাশি মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার কাজও করছে।

Manual2 Ad Code

শহিদুল আলম প্রথম বাংলাদেশি হিসেবে মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন। তিনি গত রোববার ইতালি থেকে যাত্রা শুরু করেন, যেখানে মিডিয়া ফ্লোটিলার সঙ্গে ১১টি জাহাজ ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দেয়।

শেষে শহিদুল আলম একটি ৫৬ সেকেন্ডের ভিডিও বার্তায় জানান, “আমাদের মিডিয়া ফ্লোটিলা গাজায় মিডিয়া ব্ল্যাকআউট ভাঙতে এগিয়ে চলছে।”