
গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের দুই বগির মাঝখানে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের ঢাকা–ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. মাসুদ রানা জানান, আউটার সিগন্যালের সামনে এক ব্যক্তি ট্রেনের দুই বগির মাঝখান থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা তাঁকে জীবিত পেলেও কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। স্থানীয় কেউই তাঁর পরিচয় শনাক্ত করতে পারেননি।
কাওরাইদ রেলওয়ে স্টেশনমাস্টার মো. আল আমিন বলেন, “সন্ধ্যায় খবর পাই একজন গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যুর খবর আসে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।”
তিনি আরও জানান, স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত ব্যক্তি ট্রেনের দুই বগির মাঝখানে বসে যাত্রা করছিলেন। তাঁর বয়স প্রায় ৬০ বছর বলে মনে হয়। পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল।
রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।