গাজীপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

গাজীপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৪

গাজীপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার::-  গাজীপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ চারজনকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার এসআই উৎপল কুমারের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর গাছা থানার কলমেশ্বর মাস্টারপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া মাইদুল ইসলাম (২৬), শফিকুল ইসলাম সাজু (২৫), খাইলকুর পেয়ারা বাগান এলাকার এনামুল হকের বাড়ির ভাড়াটিয়া শান্ত (২৬) ও আউচপাড়া এলাকার খোরশেদ আলমের বাড়ির ভাড়াটিয়া ভাসান সরদার (৪০)।

তাদের মধ্যে মাইদুল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছাড়া এলাকার ইমান আলীর ছেলে ও সাজু একই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। আর শান্ত জামালপুর সদরের চন্দ্রা বটতলা এলাকার শামসুল হকের ছেলে ও ভাসান ফরিদপুর সদরের চর ব্রামনদী এলাকার রইচ উদ্দিন সরদারের ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ জানুয়ারি গভীর রাতে জোলারপাড় এলাকার আবিদা সুলতানা লাকীর বাড়িতে ও ২১ জানুয়ারি রাতে বাহাদুরপুর এলাকার মানছুরুল হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসব ঘটনায় ক্ষতিগ্রস্তরা থানায় মামলা করেন। মামলা নম্বর ২৫ ও ৪৩।

পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই উৎপল কুমার বিভিন্ন কৌশল ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে মাইদুলকে লুণ্ঠিত মোবাইলসহ আটক করেন। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি ডাকাতদের ব্যাপারে তথ্য মেলে।

এরপর ডাকাত সর্দার শান্তকে নিয়ে টঙ্গী পশ্চিম থানা এলাকার শাহজাহান ম্যানশনের নিউ জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে লুণ্ঠিত এক ভরি আট আনা স্বর্ণ উদ্ধার ও দোকান মালিক ভাসানকে গ্রেফতার করা হয়।

এসআই উৎপল কুমার  জানান, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ