২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

গাজীপুরে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগ

admin
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ২২:৪৯:২৩
গাজীপুরে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগ

Manual8 Ad Code

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য এক ব্যক্তি তাঁর স্ত্রীকে অন্য পুরুষদের হাতে তুলে দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীপুর থানায়।

Manual7 Ad Code

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর গভীর রাতে তার মাদকাসক্ত স্বামী চারজন পুরুষকে নিয়ে তার ঘরে প্রবেশ করেন। ওই সময় তিনি বাইরে থেকে দরজা বন্ধ করেন। নারী চিৎকার করলে স্বামী ঘরে ঢুকে তাকে নির্যাতন চালান। স্বামী জানিয়ে দেন, মাদক সেবনের জন্য তিনি চারজন পুরুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এ জন্য ওই নারীর ওপর অনৈতিক কাজ চাপানোর চেষ্টা করা হয়। নারী এতে রাজি না হওয়ায় তার শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

Manual4 Ad Code

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাঁকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।”

Manual1 Ad Code