গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সোহেল সরকার ও তাঁর দুই বন্ধুর ওপর সশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কোষাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন সোহেল সরকার (৩৫), তাঁর বন্ধু এনামুল হক (৩৫) ও আল আমীন (৩২)। আহতদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার (৮ নভেম্বর) সকালে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন সোহেল সরকার।
অভিযোগে জানা যায়, অসুস্থ শাশুড়িকে দেখতে সোহেল সরকার তাঁর বন্ধুদের নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন। পথে কোষাদিয়া এলাকায় ২০ থেকে ২২ জনের একটি সশস্ত্র দল তাঁদের গতিরোধ করে। পরে রড, লোহার পাইপ ও হেমার দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়।
হামলাকারীদের মধ্যে তারিফ নামের একজন এনামুল হকের মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, “তোকে কই গুলি করব—বুকে না মাথায়?” এরপর অস্ত্রের মুখে জিম্মি করে সোহেল ও তাঁর বন্ধুদের কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।
অভিযোগে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে একই গ্রামের মোসলেম উদ্দিন মাস্টারের ছেলে মো. রাসেল শেখ (২৬), তারিফ (২৫) ও জাহিদ (২৪) সহ আরও কয়েকজনকে।
সোহেল সরকার বলেন, “অভিযুক্ত রাসেল পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, অস্ত্র ও মাদক মামলার পলাতক আসামি। আমরা এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, সে কারণেই তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। মামলা নেওয়া হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত রাসেল একজন চিহ্নিত সন্ত্রাসী। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”