২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজীপুর চৌরাস্তায় চাঁদাবাজির ভিডিও ধারণ করার কারণে প্রকাশ্যে সাংবাদিক তুহিন’কে কুপিয়ে হত্যা

admin
প্রকাশিত ০৮ আগস্ট, শুক্রবার, ২০২৫ ০৬:৫৯:১৭
গাজীপুর চৌরাস্তায় চাঁদাবাজির ভিডিও ধারণ করার কারণে প্রকাশ্যে সাংবাদিক তুহিন’কে কুপিয়ে হত্যা

Manual5 Ad Code

 

কামাল খান
গাজীপুরের চান্দনা চৌরাস্তা দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এই ঘটনাটি ঘটে।তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

Manual6 Ad Code

 

 

 

Manual5 Ad Code

 

 

Manual2 Ad Code

উপস্থিত লোকজনের সামনেই তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়
তুহিনের সহকর্মীরা জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয় নিয়ে একটি ফেসবুক লাইভ করেন তিনি। পরে সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাস্তার অব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করেন।

 

 

 

Manual1 Ad Code

 

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’