গাজীপুর চৌরাস্তায় চাঁদাবাজির ভিডিও ধারণ করার কারণে প্রকাশ্যে সাংবাদিক তুহিন’কে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

গাজীপুর চৌরাস্তায় চাঁদাবাজির ভিডিও ধারণ করার কারণে প্রকাশ্যে সাংবাদিক তুহিন’কে কুপিয়ে হত্যা

 

কামাল খান
গাজীপুরের চান্দনা চৌরাস্তা দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এই ঘটনাটি ঘটে।তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

 

 

 

 

 

উপস্থিত লোকজনের সামনেই তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়
তুহিনের সহকর্মীরা জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয় নিয়ে একটি ফেসবুক লাইভ করেন তিনি। পরে সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাস্তার অব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করেন।

 

 

 

 

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ