গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আর কোনো জিরাফ নেই। দক্ষিণ আফ্রিকা থেকে আনা সর্বশেষ জিরাফটিও মারা গেছে। টিবি রোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার প্রাণীটি মারা যায় বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান জানান, এক সপ্তাহ ধরে অসুস্থ থাকার পর মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় জিরাফটি মারা যায়। ময়নাতদন্ত শেষে নির্ধারিত স্থানে প্রাণীটির দাফন সম্পন্ন হয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মৃত্যুর বিষয়টি বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ এনে সাফারি পার্কে প্রদর্শন শুরু হয়। পরবর্তী সময়ে সেগুলোর মধ্যে চারটি শাবকের জন্ম হয়। তবে রোগে আক্রান্ত হয়ে একে একে সব জিরাফই মারা যায়। সর্বশেষ প্রাণীটি মারা যাওয়ার পর এখন পুরো পার্কে কোনো জিরাফ অবশিষ্ট নেই।