
গাজীপুর-১ (কালিয়াকৈর–সিটি আংশিক) আসনে দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি নির্বাচনী প্রচার অফিসে ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সংঘর্ষে লিপ্ত হন বিএনপি মনোনীত প্রার্থী, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান এবং মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকেরা।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে ইশরাক সিদ্দিকীর সমর্থকেরা রাখালিয়াচালা এলাকায় বিক্ষোভ মিছিল আহ্বান করেন। পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দেওয়ার সময় মুজিবুর রহমানের ২০–২৫ জন সমর্থক তাঁদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন।
হামলার পর ইশরাকের সমর্থকেরা ১০টি মোটরসাইকেল আটক করে অগ্নিসংযোগ করেন। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইশরাক সিদ্দিকী বলেন,
“মনোনয়ন নিয়ে এলাকায় ক্ষোভ ছিল। আজ বিক্ষোভের সময় মুজিবুর রহমানের অনুসারীরা হামলা করেছে। হাতেনাতে কয়েকজনকে আটকও করা হয়েছে। পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
অন্যদিকে মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর এক সমর্থক দাবি করেন,
“আমরা গণসংযোগ করতে গেলে ইশরাকের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।”
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান বলেন,
“বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আলোচনা করে শান্তি বজায় রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
গত বৃহস্পতিবার বিএনপি মুজিবুর রহমানকে গাজীপুর-১ আসনে দলীয় মনোনয়ন দেয়। এই আসনে ইশরাক সিদ্দিকীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন।