১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গুইমারায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন, জাতীয় সংলাপের আহ্বান

admin
প্রকাশিত ০৬ অক্টোবর, সোমবার, ২০২৫ ২১:৫০:২৬
গুইমারায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন, জাতীয় সংলাপের আহ্বান

Manual7 Ad Code

ঢাকা, সোমবার: খাগড়াছড়ির গুইমারায় গুলিবর্ষণে নিহত ব্যক্তিদের স্মরণে প্রদীপ প্রজ্বালন ও স্মরণসভার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। আজ সোমবার রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই আয়োজন হয়।

সভা থেকে পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী সমাধানে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয়। সংগঠনের প্রচার বিভাগের সদস্য মুর্শিদা আক্তার ডেইজী পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন। তিনি বলেন,

“খাগড়াছড়িতে একজন মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে সংঘর্ষ ও গুলিবর্ষণে তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আদিবাসী আহত হয়েছেন। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ আমরা নিন্দা জানাই এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করছি।”

Manual7 Ad Code

তিনি আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী সমাধান শান্তিচুক্তি বাস্তবায়নের মধ্যেই নিহিত। এজন্য জাতীয় সংলাপ জরুরি।”

ঘোষণাপত্রে আরও দাবি করা হয়—

Manual3 Ad Code

  • আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের নিরপেক্ষ তদন্তে নাগরিক প্রতিনিধি যুক্ত করে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন,

  • নিহত পরিবারের জন্য অন্তত ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ও পুনর্বাসন,

  • পাহাড়ে সামরিকীকরণ নীতি পরিহার করে সিভিল প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক সমাধান,

  • সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন।

    Manual5 Ad Code

সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে আদিবাসীদের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী তকমা না দিয়ে রাষ্ট্রের উচিত সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মাহমুদুল সুমন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাসদের কেন্দ্রীয় সদস্য খালেকুজ্জামান লিপন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা প্রমুখ।

Manual7 Ad Code