
বিনোদন ডেস্ক | ঢাকা
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভাঙনের খবর এখন টক অব দ্য কান্ট্রি। বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন তাহসান নিজেই। আজ শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এক সাক্ষাৎকারে তিনি জানান, গুঞ্জন নয়, বিচ্ছেদের খবরটি সত্যি।
তাহসান জানান, গত বছরের (২০২৫) জুলাই মাস থেকেই তাঁরা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে এখনই বিস্তারিত বলতে না চাইলেও বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ‘ভুয়া খবর’ দেখে সত্যটি সবার সামনে আনার সিদ্ধান্ত নেন তিনি। তাহসান বলেন, “খবরটি সত্য। জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা থাকছি। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত বলব।”
২০২৫ সালের ৪ জানুয়ারি দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দিয়েছিলেন তাহসান। মাত্র চার মাসের পরিচয়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ওইদিন রাতে ফেসবুকে নিজের লেখা একটি কবিতার মাধ্যমে ভক্তদের সঙ্গে নতুন জীবনের আনন্দ ভাগ করে নিয়েছিলেন তিনি। তবে সেই আনন্দ এক বছরও স্থায়ী হলো না।
এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসার ২০১৭ সালে ভেঙে যায়। তাঁদের আইরা তাহরিম খান নামে একটি কন্যাসন্তান রয়েছে।
তাহসানের এই নতুন বিচ্ছেদের খবরে তাঁর ভক্তদের মাঝে মন খারাপের আমেজ দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের প্রিয় শিল্পীর ব্যক্তিগত জীবনের এই সংকটে সহমর্মিতা প্রকাশ করছেন।