১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গুলশানে তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তি আটক

admin
প্রকাশিত ০৪ জানুয়ারি, রবিবার, ২০২৬ ২১:০৫:৫৯
গুলশানে তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তি আটক

Manual6 Ad Code

ঢাকা, ৪ জানুয়ারি:
সন্দেহজনক আচরণের অভিযোগে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

Manual8 Ad Code

রোববার (৪ জানুয়ারি) সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবনের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করে ছবি তুলছিলেন মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন। রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।

এর কিছুক্ষণ পর একই এলাকার আশপাশ থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাঁর দেহ তল্লাশি চালিয়ে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

আটকের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসভবনের আশপাশ থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আটক দুজনের কর্মকাণ্ড ও জব্দ করা আলামতের বিষয়ে তদন্ত চলছে।

Manual1 Ad Code