১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গুলিবিদ্ধ নেতা শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে

admin
প্রকাশিত ১২ ডিসেম্বর, শুক্রবার, ২০২৫ ২২:০২:৩৫
গুলিবিদ্ধ নেতা শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে

Manual3 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারে পৌঁছায়।

Manual5 Ad Code

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে অ্যাম্বুলেন্সে তুলে এভারকেয়ারের উদ্দেশে রওনা দেওয়া হয়।

হাদিকে স্থানান্তরের বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ‘ঢামেকে তাঁর প্রাথমিক সার্জারি করা হয়েছে। পরিবারের সম্মতিতে তাঁকে এভারকেয়ারে পাঠানো হচ্ছে। পরিবার প্রথমে সিএমএইচে নেওয়ার কথা বললেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে পাঠাতে বলে। আমরা সেই অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি, তারা প্রস্তুত রয়েছে।’

Manual1 Ad Code

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় আজ দুপুরে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিকেল ৫টার দিকে ঢামেক পরিচালক জানান, ‘তাঁর মাথার ভেতরে গুলি রয়েছে এবং তাঁর সার্জারি চলছে।’

Manual2 Ad Code