১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে রাতে গ্রেপ্তারের পর সকালে থানা থেকে পালালো হত্যা মামলার আসামি

admin
প্রকাশিত ০৯ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১২:০৯:০৭
গোপালগঞ্জে রাতে গ্রেপ্তারের পর সকালে থানা থেকে পালালো হত্যা মামলার আসামি

Manual1 Ad Code
Manual4 Ad Code

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই আসামির নাম হৃদয় শেখ (২৫)। তিনি মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের বাসিন্দা।

Manual1 Ad Code

 

 

থানা থেকে আসামি পালানোর বিষয়টি গতকাল সন্ধ্যার পর জানাজানি হলে মুকসুদপুর থানার ওসি রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালে আকাশ মাতুব্বর নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন তিনি।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, আকাশ মাতুব্বর হত্যা মামলায় হৃদয় শেখ জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সকালে তিনি থানা থেকে পালিয়ে গেছেন।

 

Manual2 Ad Code

এমন ঘটনাকে পুলিশের দায়িত্বে অবহেলা উল্লেখ করে আকাশ মাতুব্বরের বাবা ও মামলার বাদী শাহ আলম মাতুব্বর বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছিল। ওই হত্যার সঙ্গে হৃদয় জড়িত বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘদিনেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। আমি গত রাতে হৃদয়ের খোঁজ নিয়ে পুলিশকে জানালে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সকালে থানা থেকে কী করে আসামি পালায়? এটা কি পুলিশের দায়িত্বে অবহেলা নয়?’

 

Manual4 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা শামিম আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি।