সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫
গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই আসামির নাম হৃদয় শেখ (২৫)। তিনি মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের বাসিন্দা।
থানা থেকে আসামি পালানোর বিষয়টি গতকাল সন্ধ্যার পর জানাজানি হলে মুকসুদপুর থানার ওসি রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালে আকাশ মাতুব্বর নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন তিনি।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, আকাশ মাতুব্বর হত্যা মামলায় হৃদয় শেখ জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সকালে তিনি থানা থেকে পালিয়ে গেছেন।
এমন ঘটনাকে পুলিশের দায়িত্বে অবহেলা উল্লেখ করে আকাশ মাতুব্বরের বাবা ও মামলার বাদী শাহ আলম মাতুব্বর বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছিল। ওই হত্যার সঙ্গে হৃদয় জড়িত বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘদিনেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। আমি গত রাতে হৃদয়ের খোঁজ নিয়ে পুলিশকে জানালে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সকালে থানা থেকে কী করে আসামি পালায়? এটা কি পুলিশের দায়িত্বে অবহেলা নয়?’
মামলার তদন্তকারী কর্মকর্তা শামিম আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD