গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই আসামির নাম হৃদয় শেখ (২৫)। তিনি মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের বাসিন্দা।