১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জের জুয়াড়ীরা বেপোরোয়া

admin
প্রকাশিত ২৮ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২২:৪৩:০৪
গোবিন্দগঞ্জের জুয়াড়ীরা বেপোরোয়া

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ বটের খাল পূর্ব পাড় আফজলাবাদ নতুন বাজারে চলছে আবার প্রকাশ্যে জুয়া বাণিজ্য। এ ব্যপারে ছাতকের বিধায়ী ওসি জুয়াড়ীদের বিভিন্ন সময়ে অভিযানের মাধ্যমে ব্রীজের মূখে জুয়ার আস্তানাগুলো বন্ধ হয়েছিল। বদলীর পর নবাগত মোহাম্মদ মিজানুর রহমান ছাতক থানায় যোগদানের পর থেকে জুয়াড়ীরা পুন:রায় আবার জুয়ার আস্তানাগুলো সচল কর তোলে। এলাকার চিহ্নিত অপরাধিরা। অত্র এলাকায়, স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে ছাত্র- ছাত্রীরা এদিকে যাতায়তে প্রায়ই,বখাটেদেরনানা হয়রানীর স্বীকার হচ্ছেন। এব্যাপারে এলাকাবাসীর কারো কোন মাথা ব্যথা নেই, এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন বসবাস করেন। কিন্তু তারপরও এলাকাটি যেন জুয়াড়ীদের অবয়ারণ্য পুলিশের উপস্থিতি ও এখন আর দেখা যায়না। জুয়াড়ীরা প্রকাশ্য ভাবে জুয়া কার্যক্রম করছে। উক্ত জুয়ার আস্তানাগুলোতে বিভিন্ন এলাকার চিহ্নিত অপরাধিরা এসে জুয়ার বোর্ডে অংশগ্রহণ করে। এখান থেকে পরিকল্পনা মাফিক অপরাধ কার্যক্রম করে আসছে। বলে অনেকেরই অভিমত। এব্যপারে সিলেট রেঞ্জ-ডি.আই.জি ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকার সচেতন মহল।