সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩
গোয়াইনঘাটের জাফলং এলাকায় পরিবেশবিনষ্টকারী রফিকুল কি সকল আইনের উর্ধ্বে?
ক্রাইম প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের লাখের পাড় গ্রামে চলছে পরিবেশ বিনষ্ট কারীদের পাথর উত্তোলন মহোৎসব। বাড়ির আঙ্গিনা থেকে গাছপালা কেটে সাবার করে চলছে পাথর উত্তোলন ।বিশ্বস্ত সূত্রে জানা যায় থানা প্রশাসনকে হাত করে পাথর উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।
এই চক্রের প্রধান হিসেবে রয়েছেন লাখের পাড়গ্রামের আবু হানিফের ছেলে আব্দুল আউয়াল। আব্দুল আউয়াল স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার শোবাদে
একই গ্রামের পূর্ব পাড়ার লিলু মিয়ার ছেলে ইসমাইলের বাড়ির সম্মুখভাগ থেকে নানা ধরনের ফসলি গাছপালা কেটে বড় বড় গর্ত তৈরি করে পাথর উত্তোলন করছেন। এ চক্রের অন্যান্য সদস্যরা হলো লাখের পার গ্রামের খালেক মিয়ার ছেলে রফিকুল ইসলাম ৪০, আব্দুস সালামেরছেলে রমজান আলী ৩৫,মানিক মিয়ার ছেলে বাবুল৫০, আয়াত আলীর ছেলে হায়দার আলী৫২,আরো অনেকে।
গ্রামে তাদের দৌরাত্ম্য ও দাপট বেশি থাকায় কেউ তাদের সামনে মুখ খোলার সাহস পর্যন্ত পায়না, বলে প্রতিদিন পাঁচ ছয় ট্রাক পাথর উত্তোলন করে বিভিন্ন মিল ক্রাসারে দেদারছে বিক্রি করছে চক্রটি। এতে করে প্রতিদিন এই চক্রটি আইনকে তোয়াক্কা না করে লক্ষ্ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
১৫ ই ফেব্রুয়ারি২০২৩ ইং রোজ বুধবার হইতে জাফলং ডাউকি নদীতে প্রশাসনের পক্ষ থেকে পাথর উত্তোলন বিরোধী অভিযান থাকলেও পরিবেশ বিনষ্টকারি চক্রটির পাথর উত্তোলন বন্ধ হয়নি। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল বিস্মিত। প্রশাসন কি সত্যি কারে তাদের হয়েই কাজ করছে?
এ অবস্থা চলতে থাকলে অনেকেই বাড়িঘর ও গাছপালা কেটে পরিবেশ নষ্ট করে পাথর উত্তোলন শুরু করবেন, বলে স্থানীয়রা মনে করেন। মাস খানেক পূর্বে এস, আই, ইমরুল এবং এ ,এস, আই, মশিউর সঙ্গীয় ফোর্স নিয়ে পাথর তোলাঅবস্থায় চক্রটির সাথে জড়িত সকলকে দেখতে পায়।
স্থানীয় কয়েকজন সাংবাদিক দের নেতৃত্বে বিষয়টি পুলিশের সাথে রফা হলে, কিছুদিন বন্ধ থাকে । নাম না বলার শর্তে কয়েকজন পাথর শ্রমিক এ প্রতিনিধিকে জানান থানা প্রশাসনকে প্রতি সপ্তাহে ৩০ হাজার টাকা দিবে মর্মে পুনরায় শুরু হয় পাথর উত্তোলন । বিষয়টি দেখার কেউ নেই, তাহলে এরা কি প্রশাসনের সকল আইনের উর্ধ্বে।
প্রথম পর্ব,,,,
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D