১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে আগুনে পুড়লো বসতঘর, অর্ধ কোটি টাকার ক্ষতি

admin
প্রকাশিত ১৭ মার্চ, শুক্রবার, ২০২৩ ০৫:৫৪:৩৭

Manual4 Ad Code

গোয়াইনঘাটে আগুনে পুড়লো বসতঘর, অর্ধ কোটি টাকার কয়ক্ষতি

গোয়াইনঘাট, প্রতিনিধি:- গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পশ্চিম লাখের পাড়ের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার দুই বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম লাখেরপাড়ের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার দুই বসতঘরে হঠাৎ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দুটি বসতঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

Manual2 Ad Code

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রানা আহমেদ জানান, আগুনের সুত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলামসহ এলাকার জন প্রতিনিধিরা।

Manual4 Ad Code