গোয়াইনঘাটে সাংবাদিক হত্যার চেষ্টা মামলার আসামিকে দেয়া হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

গোয়াইনঘাটে সাংবাদিক হত্যার চেষ্টা মামলার আসামিকে দেয়া হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স

গোয়াইনঘাটে সাংবাদিক হত্যার চেষ্টা মামলার আসামিকে দেয়া হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স

পৃথিবীর কথা নিউজ ডেস্ক::- সিলেটে সাংবাদিককে হত্যার চেষ্টা মামলার আসামিকে ক্লিয়ারেন্স দিয়েছে থানা পুলিশ। গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া গ্রামের ইউপি সদস্য ইব্রাহিম খানের ছেলে শাকিল খানকে মোটা অংকের টাকার বিনিময় ক্লিয়ারেন্স দিয়েছেন  গোয়াইনঘাট থানার এএসআই আরিফুর রহমান।

ক্লিয়ারেন্স বাতিল ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজির বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মামলার বাদি আকবর হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জৈন্তাপুরের সাংবাদিক দোলাল হোসেন রাজু হত্যার চেষ্টা মামলা (নং-০১- তারিখ- ০১-০৪-২৩ ইং)। এই মামলার ৫নং আসামি  শাকিল খান। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এত মামলা থাকার পরও টাকার বিনিময় হাতিয়ে নিয়েছে পুলিশ ক্লিয়ারেন্স। এ নিয়ে সাংবাদিক মহলের মধ্যে শুরু হয়েছে আলোচনার ঝড়।

গোয়াইনঘাট থানায় আমার ভায়েরীকৃত মামলার এজাহারনামীয় আসামী ও তাহাকে সযোগিতাকারী পুলিশ ক্লিয়ারেন্স দাতা অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ ।
মামলার আসামি শাকিল খান সহ তাহার সহযোগী প্রত্যেকের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাইয়া স্থানীয় গোয়াইনঘাট থানা কর্তৃপক্ষ মাননীয় আদালতে চার্জশীট দাখিল করেন। বর্তমানে মামলাটি মাননীয় আদালতে বিচারাধীন রয়েছে। ইহা ছাড়াও আসামির বিরুদ্ধে আরও অসংখ্য মামলা মোকদ্দমা ও অভিযোগ রহিয়াছে।

আসামি শাকিল খান যেকোন সময় যেকোন মুহুর্তে সাংবাদিক দুলাল হোসেন রাজুকে হত্যা সহ বড় ধরনের দুর্ঘটনা করে দেশের বাহিরে পালিয়ে যেতে পারে। নিয়মিত মামলা থাকা স্বত্বে উল্লেখিত শাকিল খানকে পুলিশ ক্লিয়ারেন্স দাতা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ও শাকিল খানকে প্রবাস যাতায়াতে বাধা প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিক দুলাল হোসেন রাজুর ভাই আকবর।

এ বিষয়ে গোয়াইনঘাট থানায় কর্মরত এ এস আই আরিফ এর কাছ থেকে শাকিল খানের পুলিশ ক্লিয়ারেন্সের সঠিক তথ্যসূত্র জানতে চাইলে তিনি বলেন আমি তদন্ত করে দেখেছি শাকিল খানের বিরুদ্ধে কোন ধরনের মামলা বা অভিযোগ নেই ।
এতে সংবাদকর্মীকে এ এস আই আরিফ আরো বলেন এ বিষয়ে আরো সঠিক তথ্য জানতে পারবেন আমাদের ওসি স্যারের কাছ থেকে ।

পরবর্তীতে গোয়াইনঘাট থানার অফিস ইনচার্জ কেএম নজরুল ইসলামের সরকারি মুঠোফোনে একাধিক বার কল দিলে কল রিসিভ হয়নি । বিস্তারিত আরো থাকছে  আমাদের জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকায়।

সূত্র :- ক্রাইম সিলেট অনলাইন নিউজ পোর্টাল

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ