১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সমাজ সেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী আহত

admin
প্রকাশিত ০৫ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৫ ১৬:৪২:৪১
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সমাজ সেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী আহত

Manual3 Ad Code

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সমাজ সেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী আহত

Manual7 Ad Code

 

রুহুল আমীন তালুকদার,সিলেট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার সংলগ্ন ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন সমাজ সেবা কর্মকর্তা (ইউএসএসও) আহত হয়েছেন। আহত সমাজ সেবা কর্মকর্তার নাম অনুজ কুমার চক্রবর্তী তিনি (ইউএসএসও) হিসেবে বিয়ানীবাজার উপজেলার দায়িত্বে নিয়োজিত।

৪সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর ৬টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার সংলগ্ন সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

জানাগেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের তার নিজ বাসা থেকে ভোর ৬টায় অটোরিক্সা (সিএনজি) যোগে সিলেট নগরীতে যাচ্ছিলেন তিনি। সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের হেতিমগঞ্জ বাজার সংলগ্ন অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জনের একটি ছিনতাইকারী দল তাকে বহনকারী অটোরিক্সা (সিএনজি)’র গতিরোধ করে মারাত্বক প্রানণাশক ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি দেখাইয়া মোবাইল সেট ও টাকাসহ ব্যাগ’টি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দিলে ছিনতাইকারী দল তার হাতে ও শরীরের বিভিন্ন স্হানে ছুরিকাঘাতে করে গুরুত্বর রক্তাক্ত জখম করে রক্তাক্ত অবস্হায় তাকে ফেলে রেখে তার হাতে থাকা মোবাইল সেট, ব্যাগে থাকা টাকা ও অন্যান্য জরুরী কাগজাতসহ ব্যাগটি ছিনিয়ে নেয় যায়।

পরে আশংকাজনক অবস্থায় স্হানীরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কর্তব্যরত সিকিৎসক তার অবস্হা আশংকাজনক দেখে তাৎক্ষণিক ভর্তি করেন। সেখানেই তার সিকিৎসা চলছে।

এ’ঘটনার বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, তিনি দীর্ঘদিন থেকে অসুস্হ্য। সিকিৎসার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। সিলেটে যাওয়ার পথে গোলাপগঞ্জ মডেল থানাধীন হেতিমগঞ্জ বাজার সংলগ্ন ছিনতাইয়ে শিকার হন। তার শরীরের বিভিন্ন স্হানে ছুরিকাঘাত রয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

Manual3 Ad Code

এ ঘটনার বিষয়ে জানতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার সাথে মুঠোফোনে যোগাযোগ করেল তিনি বলেন, থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি, তবে অনলাইনে সাধারণ ডায়রী (জিডি) করা হয়েছে, সিকিৎসা শেষে অভিযোগ করবেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual6 Ad Code

এ ঘটনার বিষয়ে সমাজ সেবা কর্মকর্তা (ইউএসএসও)’বিয়ানীবাজার উপজেলার অনুজ কুমার চক্রবর্তী সিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code