১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে দুই মটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

admin
প্রকাশিত ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ১১:৫৩:৫৬
গোলাপগঞ্জে দুই মটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

Manual4 Ad Code

গোলাপগঞ্জে দুই মটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুই মটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের তেরো মাইল নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই ১জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ১জন নিহত হন । এছাড়াও আরো ২জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)। আহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)। জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের উপজেলার সদর ইউনিয়নের তের মাইল নামক স্থানে একটি দ্রুত গতির মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই সাব্বির আহমদ ও হাসপাতালে নেওয়ার পর আব্দুল আহাদের মৃত্যু হয়।দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।

Manual3 Ad Code