১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল

admin
প্রকাশিত ০৬ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৬ ২১:২০:১৭
গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল

Manual7 Ad Code

ঢাকা, ৭ জানুয়ারি — পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রাজীব সামদানি ও সাধারণ পরিচালক নাদিয়া খলিল চৌধুরী তাঁদের মালিকানাধীন মোট এক কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তরের আবেদন করেছিলেন। তবে ডিএসইর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ওই শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করা হয়েছে।

এর মধ্যে রাজীব সামদানি তাঁর মালিকানাধীন ৯০ লাখ শেয়ার এবং নাদিয়া খলিল চৌধুরী ১০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্সের কাছে হস্তান্তরের প্রস্তাব দেন। গত বছরের ১০ ডিসেম্বর ডিএসই এ বিষয়ে একটি প্রাথমিক সংবাদ প্রকাশ করেছিল।

Manual6 Ad Code

সেই সময় ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ব্লক আকারে এই বিপুল পরিমাণ শেয়ার হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করে ডিএসই শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেয়।

Manual8 Ad Code

ডিএসইর এই সিদ্ধান্তের ফলে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালকদের সঙ্গে আইপিডিসি ফাইন্যান্সের মধ্যে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া আর কার্যকর থাকছে না।