১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

admin
প্রকাশিত ২৯ অক্টোবর, বুধবার, ২০২৫ ১৮:০৫:৪২
গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট |
সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মো. আলী ওরফে আল আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহারকান্দি বাজারের দোকানের পেছনের একটি জমি নিয়ে মোস্তফা মিয়া ও নুর হোসেনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিষয়টি কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আল আমিন গুরুতর আহত হন।

Manual7 Ad Code

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

সংঘর্ষের খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে।

Manual6 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন,

Manual8 Ad Code

“ঘটনাস্থল থেকে দুজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।