১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

admin
প্রকাশিত ০২ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১৫:১০:২১
গোয়াইনঘাটে বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

Manual3 Ad Code

ঘুষ–চাঁদাবাজি ও মিথ্যা মামলার প্রতিবাদে রেঞ্জ কর্মকর্তা ও বিট অফিসারের বিচারের দাবি

Manual7 Ad Code

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা এলাকায় বন বিভাগের হয়রানিমূলক মিথ্যা মামলা, ঘুষ ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় গোয়াইনঘাট-সালুটিকর সড়কের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে জাঙ্গাইল ও বিরকুলি গ্রামের কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বন কর্মকর্তাদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, পাবলিকের নামে রেকর্ডকৃত জায়গায় বনায়ন বন্ধ এবং ডিমার্কেশনের মাধ্যমে জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোয়াকুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমানঅ্যাডভোকেট লিয়াকত আলী

Manual4 Ad Code

অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন আলিম উদ্দিন ও রুবেল আহমদ। এ সময় বক্তৃতা করেন মাওলানা রফিক আহমদ মহল্লী, আনোয়ার হোসেন, মনজুর আহমদ, তাজ উদ্দিন, জালাল উদ্দিন, মিছবাহ উদ্দিন, মাস্টার প্রমুখ।

উল্লেখ্য, বন বিভাগের দায়ের করা মামলায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাসহ ছয়জনকে আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে।

Manual8 Ad Code