২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে বাজার ব্যবসায়ী নেতাদের শেল্টারে প্রকাশ্যে চলছে জুয়ার আসর

admin
প্রকাশিত ১৫ জুলাই, সোমবার, ২০২৪ ১৮:৩৪:০১
গোয়াইনঘাটে বাজার ব্যবসায়ী নেতাদের শেল্টারে প্রকাশ্যে চলছে জুয়ার আসর

Manual6 Ad Code

গোয়াইনঘাটে বাজার ব্যবসায়ী নেতাদের শেল্টারে প্রকাশ্যে চলছে জুয়ার আসর

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

স্টাফ-রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙুড়া ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের গুরুকচি বাজারের এখলাছুর রহমান’র চায়ের দোকান ও আলিম উদ্দিন চা-দোকানদার, রাসেল আহমদ চা-দোকানদার, এরশাদ আলীর চা দোকানঘর সহ কয়েকটি দোকান ঘরের ভিতরে চলছে প্রতিনিয়ত রাতে ও দিনের আলোতে জুয়ার আসর।

 

Manual4 Ad Code

সম্প্রতি জুয়ার আসরের কয়েকটি ছবি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এতে উঠতি বয়সের যুবকদের স্থানীয় ও প্রবাসী অভিভাবকগণ আতঙ্কে রয়েছে। মাদক যেমন সমাজ,জাতিকে ধ্বংস করে ঠিক তেমনি জুয়া তার চেয়েও বেশি। যা উঠতি বয়সের যুবকরা জুয়ার টাকা সংগ্রহ করতে মাদক ব্যবসা বা মাদক পাচারের বাহক হিসেবে কাজ করছে। যা যুব সমাজ ধ্বংসের পথে। সম্প্রতি বন্যা ও এসএসসি পরীক্ষার কারনে স্কুল কলেজ বন্ধ থাকায় অনেক স্কুল পড়ুয়া ছাত্ররা ধাবিত হচ্ছে মাদক কারবার ও জোয়ার আসরে।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাম্য সচেতন মহলের একাধিক লোকের দাবি, এই অপরাধ চক্রকে শেল্টারদাতা গুরুকচি বাজার ব্যবসায়ী সভাপতি, শফিকুর রহমান, ও সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়া কয়েস, তারা দীর্ঘদিন ধরে গুরুকচি বাজারে জুয়ার আসর বসিয়ে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছে। একটি সূত্র জানায় এসব খেলা কেউ বন্ধ করতে গেলেই বাজার ব্যবসায়ী সভাপতি, শফিকুল ইসলাম, ও সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়া কয়েস, বিভিন্ন ভয়ভীতিসহ মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়। গুরুকচি বাজার ব্যবসায়ী ও এলাকার সচেতন মহলের দাবি দ্রুত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করা হলে যুব সমাজ ধ্বংস হয়ে পড়বে। যা পরবর্তী প্রজন্মও মাদক ও জুয়ার ধ্বংসাত্মক মরণ থাবা হতে রেহাই পাবে না। মাদক ও জুয়ার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করে মাদকমুক্ত, জোয়ামুক্ত সমাজ গঠনে প্রশাসনের কাছে তারা জোর দাবি জানান।

এসব বিষয়ে গুরুকচি বাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক দি সেবা মেডিক্যাল হল এর মালিক ডা. আখলাকুল আম্বিয়া কয়েস এর সাথে মুঠোফোনে বিকেল ৬.১৬ মিনিট থেকে একাধিক বার কল দিলে কল রিসিভ করেন নাই, তাই উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Manual1 Ad Code

গুরুকচি বাজার ব্যবসায়ী সভাপতি শফিকুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে আপাতত যোগাযোগ করা সম্ভব হয়নি।