১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে সাদাপাথর লুট তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
প্রকাশিত ০২ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১১:০৮:২৯
গোয়াইনঘাটে সাদাপাথর লুট তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual8 Ad Code

সিলেট প্রতিনিধি
গোয়াইনঘাটে সাদাপাথর লুট নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Manual5 Ad Code

তিনি বলেন, “প্রতিবেদনটি সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি অসত্য প্রমাণিত হয়, তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

Manual5 Ad Code

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে বক্তব্য

উপদেষ্টা বলেন, “নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও প্রয়োজনে কাজে লাগানো হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই সরকারের অগ্রাধিকার।”

Manual6 Ad Code

সফর কর্মসূচি

এর আগে সকালে তিনি সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তর ও পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট ঘুরে দেখেন। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Manual3 Ad Code

নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে

সাম্প্রতিক সময়ে নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “নুরু একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”