সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২৪
গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শন করেন নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম
সিলেটের বারুদ ডেস্ক :: আজ ৩১ মে সকাল ৯ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলায় আকস্মিক বন্যায় বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রীজ-কালভার্ট সমূহ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম । মধ্য জাফলং, পূর্ব জাফলং, লেংগুড়া, সদর ইউনিয়ন, পূর্ব আলীরগাঁও, ডৌবাড়ি, পশ্চিম আলীরগাঁও এলাকা ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার জনাব মো শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জনাব রায়হান পারভেজ রনি, প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. জামাল খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শীর্ষেন্দু পুরকায়স্থ সমন্বয়ে গঠিত টিম উপজেলার ১৩ টি ইউনিয়নের রাস্তাঘাট, সড়ক, ব্রীজ-কালভার্টের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, গবাদিপশুর ক্ষয়ক্ষতি নিরুপণ করছেন।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী কে, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এবং পিআইও কে অনতিবিলম্বে নদী ও খালের পার্শ্বস্থ গুরুত্বপূর্ণ স্থানের বাঁধ, ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ও ব্রীজ সমূহকে মেরামত ও সংস্কার করে যানবাহন ও জনচলাচল উপযোগী করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্থদের জরুরি ভিত্তিতে সিলেট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমদ এর নির্দেশনায় ১৩ টি ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এর মাধ্যমে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।
বন্যার্তদের জন্য ১৩ টি ইউনিয়নে ইতোমধ্যে জরুরি সহায়তা হিসেবে ৩৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে ( জেলা প্রশাসনের পক্ষ থেকে উপ-বরাদ্দ হতে)। শুকনা খাবার হিসেবে প্রতি প্যাকেটে ২ কেজি চিড়া, আধা কেজি করে গুড় ও পানি বিশুদ্ধকরণ টাবলেট বিতরণ করা হচ্ছে।
এবং গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা ও এর মেরামত কার্যক্রম, বন্যা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম নিয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম গোয়াইনঘাট উপজেলার ক্ষতিগ্রস্ত সড়ক, রাস্তাঘাট, কালভার্ট ও ব্রীজ পরিদর্শন করেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D