সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪
গোয়ালাইনঘাটে ২টি অবৈধ করাত কল উচ্ছেদ
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে বৈধ কাগজপত্র না থাকায় একদিনে ২টি করাতকল উচ্ছেদ করেছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সারী রেঞ্জ কর্মকর্তা মো: সালাহউদ্দিন, গোয়াইনঘাট থানা পুলিশ ও বন বিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন। উচ্ছেদকৃত করাতকলে কোন প্রকার লাইসেন্স কিংবা অনুমোদনের কাগজপত্র ছিল না বলে জানিয়েছেন বন বিভাগ। স্থানীয়রা জানিয়েছেন , দীর্ঘদিন ধরে সঙ্গবদ্ধ সিন্ডিকেট গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন জায়গাতে লাইসেন্সবিহীন অবৈধ করাতকল স্থাপন করে গাছ চিরাই করে আসছিল।
সারী রেঞ্জ কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন জানান, গোয়াইনঘাট লেঙুড়া ইউনিয়ন ও গোয়াইন ইউনিয়ন এর গোয়াইনঘাট সদর বিটের আওতাধীন এলাকা থেকে ২টি করাত কল ও করাতকলের আনুসঙ্গিক যন্ত্রপাতি জব্দসহ সারী রেঞ্জের সরকারী হেফাজতে নিয়ে আসা হয়েছে বলে জানান। অনুমোদনবিহীন করাতকল স্থাপনের সাথে যারা জড়িত তাদের নাম ঠিকানা অনুসন্ধান চলছে ।
সিলেট বনবিভাগের সারী রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে , নিয়মিত টহল চলাকালে করাতকল গুলো নজরে আসে । প্রত্যেকটি করাত কলের বৈধ কাগজ দেখতে চাইলে তারা কোন ধরনের কাগজ আমাদের দেখাতে পারেনি। তাই বিভিন্ন জায়গায় অবৈধভাবে স্থাপিত ২টি করাতকল সীলগালা করে দেয়া হয় ।
এ ব্যাপারে সারী রেঞ্জ কর্মকর্তা মো: সালাহউদ্দিন বলেন দুটি করাত কলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এবং এ-ধরনের অভিযান আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD