১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গয়েশ্বরসহ সংগঠনটির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

admin
প্রকাশিত ০৯ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১২:২৩:০৯
গয়েশ্বরসহ সংগঠনটির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

Manual2 Ad Code

২০১৮ সালে রাজধানীর রমনা মডেল থানায় করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সংগঠনটির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার মামলাটির অভিযোগ গঠন পর্যায় থেকে সকল আসামিকে অব্যাহতি দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলাম।

Manual3 Ad Code

Manual6 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী।

 

খালাস পাওয়াদের মধ্যে অন্য উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সহ-দফতর সম্পাদক মো. মনিরুল ইসলাম।

Manual5 Ad Code

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। এসময় শাহবাগ থানার পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকে বিএনপি নেতাকর্মীরা। তখন নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। এ ঘটনায় রমনা মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সংশ্লিষ্ট থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মহিবুল্লাহ। মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন।

Manual6 Ad Code