১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঘন কুয়াশার পর বরিশাল থেকে ঢাকাগামী পাঁচটি লঞ্চ চলাচল শুরু

admin
প্রকাশিত ৩০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২৩:২৯:৩৯
ঘন কুয়াশার পর বরিশাল থেকে ঢাকাগামী পাঁচটি লঞ্চ চলাচল শুরু

Manual2 Ad Code

বরিশালে তীব্র কুয়াশার কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর ঢাকাগামী লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বরিশাল নৌবন্দর থেকে পাঁচটি বিলাসবহুল লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী।

তিনি জানান, কুয়াশার কারণে গত রোববার ও সোমবার ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদীপথে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আজ পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে সদর দপ্তরের নির্দেশনায় রাত থেকে নৌযান চলাচল শুরু করা হয়েছে।

তবে কুয়াশার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, স্বাভাবিকভাবে আট ঘণ্টার যাত্রা ১২ ঘণ্টা বা তারও বেশি সময় নিতে পারে।

Manual1 Ad Code

ঢাকার উদ্দেশে লঞ্চে ওঠা যাত্রী আ. রহমান বলেন, “প্রচণ্ড শীত উপেক্ষা করে লঞ্চে উঠেছি। নির্ধারিত সময়ে নিরাপদে ঢাকা পৌঁছাতে পারব কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।”

Manual8 Ad Code

এদিকে কুয়াশার কারণে বরিশালের সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ না থাকলেও দুর্ঘটনা এড়াতে গতি সীমিত রাখা হয়েছে। বরিশাল বাসমালিক গ্রুপ বাসচালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে। এতে সড়কপথে চার ঘণ্টার যাত্রায় সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ঘন কুয়াশার কারণে বরিশাল নৌবন্দর থেকে সরাসরি ঢাকাগামী চারটি ও ভায়া রুটের একটি লঞ্চ যাত্রী নামিয়ে বাতিল করা হয়। পরদিন সোমবারও নদীপথে লঞ্চ চলাচল সম্ভব হয়নি।

Manual4 Ad Code

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত চার দিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। এ সময় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।