দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন শুবমান গিল। কলকাতার ইডেন গার্ডেন্সে চোট পাওয়ার পর তিনি দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি। এমনকি প্রোটিয়াদের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি অনুপস্থিত। তবে এবার গিলকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আজ ঘোষিত ১৫ সদস্যের দলে গিলের নাম থাকলেও তাঁর মাঠে নামা নির্ভর করবে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স (সিওই) থেকে ফিটনেস ছাড়পত্র পাওয়ার ওপর। সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
এই সিরিজ দিয়েই দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন হার্দিক পান্ডিয়া। তিনি সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন এ বছরের ২৬ সেপ্টেম্বর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল গত অক্টোবর–নভেম্বরে।
গুরুত্বপূর্ণভাবে, নিতিশ কুমার রেড্ডি ও রিংকু সিং ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দলে, কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজে তাদের ঠাঁই হয়নি। অভিষেক শর্মা ও তিলক ভার্মা যথারীতি দলে রয়েছেন।
ওয়ানডে সিরিজ শেষ হবে ৬ ডিসেম্বর। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি লড়াই।
সূচি:
-
৯ ডিসেম্বর — প্রথম টি–টোয়েন্টি, কটক
-
১১ ডিসেম্বর — দ্বিতীয় টি–টোয়েন্টি, নিউ চণ্ডীগড়
-
১৪ ডিসেম্বর — তৃতীয় টি–টোয়েন্টি, ধর্মশালা
-
১৭ ডিসেম্বর — চতুর্থ টি–টোয়েন্টি, লক্ষ্ণৌ
-
১৯ ডিসেম্বর — পঞ্চম টি–টোয়েন্টি, আহমেদাবাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি–টোয়েন্টি স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল , অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হারশিত রানা, ওয়াশিংটন সুন্দর*
* ফিটনেস সাপেক্ষে মাঠে নামবেন গিল