বাগেরহাটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক আবুল হাশেমকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আবুল হাশেম এতদিন দুদক বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আদেশে বলা হয়, ২৩ সেপ্টেম্বর থেকেই তিনি বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হবেন।
দুদকের একটি বিশ্বস্ত সূত্র জানায়, আবুল হাশেমের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবি এবং পরে ৫ লাখ টাকায় সমঝোতার অভিযোগ উঠেছে। জেলার চিতলমারী উপজেলার এক ব্যবসায়ী শহিদুল ইসলাম সোহেল সোমবার (২২ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন। এ সময় তাদের মধ্যে টাকার লেনদেন সংক্রান্ত একটি কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগ সামনে আসার পরপরই মঙ্গলবার সকালে আবুল হাশেমকে বাগেরহাট থেকে অবমুক্ত করে দুদক প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়।