১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ভূমিকম্পের সময় অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

admin
প্রকাশিত ২১ নভেম্বর, শুক্রবার, ২০২৫ ১৬:৩৯:৫৮
ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ভূমিকম্পের সময় অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Manual7 Ad Code

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক বলেন, ভূমিকম্পের প্রভাবে সাবস্টেশনে আগুন লাগে। তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে

Manual8 Ad Code

আজ নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর আতঙ্কিত লোকজন ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। অনেক ভবনে দেখা দিয়েছে ফাটল

Manual4 Ad Code