১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঘোড়ার গাড়িতে করে বউ আনলেন মাগুরার তপু শেখ

admin
প্রকাশিত ০৯ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১১:১৮:৩০
ঘোড়ার গাড়িতে করে বউ আনলেন মাগুরার তপু শেখ

Manual8 Ad Code

মাগুরা প্রতিনিধি | ৮ অক্টোবর ২০২৫

Manual4 Ad Code

আধুনিক যুগে যেখানে বিয়েতে হেলিকপ্টার, বিলাসবহুল গাড়ি বা গাড়িবহর ব্যবহার করা সাধারণ দৃশ্য, সেখানে বাঙালির চিরন্তন ঐতিহ্য ধরে রেখে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন করলেন মাগুরার এক যুবক।

Manual2 Ad Code

মাগুরার মহম্মদপুর উপজেলার উমেদপুর গ্রামের তপু শেখ (২১) ঘোড়ার গাড়িতে চড়ে বউ নিয়ে এসেছেন। বুধবার (৮ অক্টোবর) উপজেলার বালিদিয়া ইউনিয়নের উমেদপুর গ্রামে এই অনন্য বিয়ের আয়োজন হয়। বর তপু শেখ ওই গ্রামের সিয়ামত শেখের ছেলে, আর কনে একই উপজেলার মৌশা গ্রামের মনিরুল শেখের মেয়ে তৃন্নি খাতুন।

পরিবারের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে ছেলের বিয়ে হবে। সেই স্বপ্ন পূরণে গ্রাম্য মাতব্বর ও পরিবারের সদস্যদের সহযোগিতায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই বিয়ের শোভাযাত্রা। শুধু ঘোড়ার গাড়িই নয়, বরযাত্রীদের জন্য ছিল ছয়টি গরুর গাড়ি ও ২০টি মোটরসাইকেলের বিশাল বহর। মোট ৬০ জন বরযাত্রী অংশ নেন এই আনন্দযাত্রায়।

এমন দৃশ্য দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় করেন সড়কের দুই পাশে ও বিয়েবাড়িতে। অনেকেই মোবাইলে ধারণ করেন ঐতিহ্যবাহী এ দৃশ্য।

বর তপু শেখ বলেন, “লোকজ ঐতিহ্য ও পরিবারের ইচ্ছা অনুযায়ী ঘোড়ার গাড়িতে বিয়ে করেছি। এতে অনেকে মুগ্ধ হয়েছেন। আমি চাই, গ্রামের তরুণরাও ঐতিহ্য ধরে রাখুক।”

Manual4 Ad Code

তপুর মা রাবেয়া বেগম বলেন, “আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলের বিয়ে ঘোড়ার গাড়িতে হবে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে।”

Manual3 Ad Code

কনে তৃন্নি খাতুন বলেন, “আমার স্বপ্ন ছিল এমন ঐতিহ্যবাহী বিয়ের। ঘোড়ার গাড়িতে বিয়ে হওয়ায় আমি খুব আনন্দিত।”

কনের বাবা মনিরুল শেখ জানান, “আমরা জানতাম না বরপক্ষ এমনভাবে আসবে। খুব সুন্দরভাবে সাজানো ঘোড়ার গাড়িতে বর এসেছে। ১ লাখ টাকা দেনমোহরে মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে।”