সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
সিলেটের জৈন্তাপুরে চকলেট দেয়ার কথা বলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গতকাল রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বিরাখাই গ্রামে অভিযান চালিয়ে থাকে সেখাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিবরিয়া আহমেদ (১৯) বিরাখাই (একই) গ্রামের জমির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটিকে চকোলেট খাওয়ানোর কথা বলে কৌশলে নিজের দোকানে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করে সে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে রবিবার সকালে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলামসহ পুলিশের একটি দল ছদ্মবেশে অভিযান চালিয়ে অভিযুক্ত কিবরিয়া কে গ্রেপ্তার করে।
ধর্ষণের ঘটনায় যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিবরিয়া ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’
ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD