এই মাসের মধ্যভাগে কাজাখস্তানে শুরু হয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং। আজ সোমবার সেখানে পৌঁছেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন।
চঞ্চল চৌধুরী ফেসবুকে শেয়ার করেছেন একটি ছবি এবং লিখেছেন,
“কাজাখস্তান পৌঁছাতেও দম লাগে। রাস্তা যেন শেষই হয় না! আর পৌঁছানোর পর, এত শীত সইব কেমন করে!”
‘দম’ সিনেমার গল্প সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি, যা সারভাইভাল থিম নিয়ে নির্মিত। পোস্টার অনুসারে, সিনেমায় দেখা যাবে পাহাড়বেষ্টিত মরুভূমিতে হাঁটু গেড়ে বসা এক ছেলে, যার চোখ বাঁধা, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উন্নত জীবনের আশায় পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্প ফুটিয়ে তুলবে।
সিনেমায় চঞ্চলের পাশাপাশি অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। এটি প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি, এবং আগামী রোজার ঈদে মুক্তি পাবে।
চঞ্চল শুটিংয়ে যোগ দেওয়ার আগে শেষ করেছেন টালিউডের ‘শেকড়’ সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন ব্রাত্য বসু, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ অবলম্বনে তৈরি। সিনেমায় গ্রামের দুজন বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে কেন্দ্র করে গল্প এগোবে, যেখানে বৃদ্ধের চরিত্রে রয়েছেন লোকনাথ দে, বৃদ্ধার চরিত্রে সীমা বিশ্বাস, এবং লোকে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন বৃদ্ধের ছেলে চরিত্রে।