চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু, দুজন আহত

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু, দুজন আহত

চট্টগ্রাম, আনোয়ারা: বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে স্থানীয়দের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে একই ফাঁদে জড়িয়ে দুইজন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকির খিল বিল এ ঘটনা ঘটে।

মৃত কিশোরের নাম মোহাম্মদ জাহেদ (১৫)। তিনি ওই ইউনিয়নের বৈরাগ খান বাড়ির আবদুল হাফেজের ছেলে। আহতরা হলেন জাহেদের চাচাতো ভাই আমির খান (২৪) এবং গোলবাহার বেগম (৪০)

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বছর ধরে পাহাড় থেকে চারটি বন্য হাতির একটি দল বৈরাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্যের সন্ধানে নেমে আসে। হাতির পালটি এলাকায় রাতদিন তাণ্ডব চালায়। নিরাপত্তার জন্য স্থানীয়রা ফকির খিল বিলের কৃষিজমিতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে রাখেন।

আজ বিকেলে গরু আনতে গিয়ে ফাঁদে বিদ্যুতায়িত হন জাহেদ। তার চিৎকারে আশপাশ থেকে নারীসহ দুজন উদ্ধার করতে এগিয়ে এসে তাঁরা ও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা পরে তাদের উপজেলা হাসপাতালে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক জানান, জাহেদ বেঁচে নেই, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। সন্ধ্যায় পুলিশ জাহেদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়

জাহেদের মামাতো ভাই মো. শাকিল বলেন, হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে কৃষিজমিতে কভারবিহীন বৈদ্যুতিক তার টাঙিয়ে রাখা হয়েছে। দিনের বেলায় হাতি না এলেও তারে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়, যা সঠিকভাবে দেখা যায় না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ