১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে কাশবন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত ২০ অক্টোবর, সোমবার, ২০২৫ ২১:২০:০৫
চট্টগ্রামে কাশবন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

Manual8 Ad Code

চট্টগ্রামের সাগরতীরের কাশবন থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আনন্দবাজার এলাকার আউটার রিংরোডসংলগ্ন সাগরতীর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

নিহত শামীম মাকসুদ খান জয়ের বাড়ি বরিশালে। তিনি নগরীর বন্দর আবাসিকের বড়পোল এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
শামীম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। এর আগে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান,
“সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন কাশবনে এক যুবককে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখতে পেয়ে টহল পুলিশকে খবর দেন। পরে হালিশহর থানা-পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়, সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, “ঘটনাস্থলটি হালিশহর ও বন্দর থানার সীমানার কাছাকাছি। প্রথমে হালিশহর থানা ঘটনাটি তাদের এলাকা ভেবে লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক অনুসন্ধানের পর রাত ২টার দিকে লাশ বন্দর থানায় হস্তান্তর করা হয়।”

Manual6 Ad Code

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়,
রোববার দুপুরে শামীম বাসা থেকে বের হন। বের হওয়ার আগে তাঁর মোবাইলে একটি ফোনকল আসে। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিল না।

Manual6 Ad Code

পুলিশ বলছে, ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Manual4 Ad Code