১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, এক কর্মী নিহত

admin
প্রকাশিত ০৫ নভেম্বর, বুধবার, ২০২৫ ২০:৪৫:৪৯
চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, এক কর্মী নিহত

Manual2 Ad Code

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সরওয়ার বাবলা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া শান্ত নামে আরেক বিএনপি কর্মীও গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

অক্সিজেন এলাকার এভারকেয়ার হাসপাতালের এজিএম রাম প্রসাদ আজকের পত্রিকাকে জানান, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে সরওয়ার বাবলা মারা গেছেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কামুক্ত।

Manual8 Ad Code

এদিকে ঘটনাস্থলে গুলিতে লুটিয়ে পড়া সরওয়ার বাবলার একটি ছবিও আজকের পত্রিকার হাতে এসেছে।

Manual8 Ad Code

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। সময়টা ছিল মাগরিবের নামাজের পরপরই। এ সময় হঠাৎ সন্ত্রাসীরা গুলি চালালে তিনজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।

ঘটনাস্থলে উপস্থিত বিএনপি নেতা মো. ইসমাইল বলেন,

“আমি এরশাদ ভাইয়ের খুব কাছেই ছিলাম। কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা গুলি ছোড়া শুরু করে। হুড়োহুড়িতে আমি নিজেও পায়ে আঘাত পেয়েছি।”

তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

বিষয়টি জানতে বায়েজিদ থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।