নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (১২ অক্টোবর) রাতে সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ির একটি ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। আজ সোমবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, ভাড়া বাসাটিতে সুবল দাশ (৪১) নামে এক ব্যক্তি থাকতেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান। ঘটনার পর ভবনটির মালিক রেজাউল করিমও পলাতক আছেন।
তিনি আরও বলেন,
“বিদেশি মদ জব্দের ঘটনায় পলাতক দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই–তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”