১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে মোবাইল ফোন চুরির ঘটনায় অভিযান, ১৫০’র বেশি মোবাইল ও ২টি ক্যামেরা উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৫ ১৯:৪২:০১
চট্টগ্রামে মোবাইল ফোন চুরির ঘটনায় অভিযান, ১৫০’র বেশি মোবাইল ও ২টি ক্যামেরা উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

Manual4 Ad Code

চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর – চুরির একটি মোবাইল ফোন খুঁজতে গিয়ে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে প্রায় দেড়শ মোবাইল ফোন ও দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে। এ সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালি পুরোনো রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকায় অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল মিয়া (৩৩), আব্দুল হাকিম প্রকাশ রাকিব (২৭) ও মো. ইয়াছিন (২০)। তাদের বাড়ি যথাক্রমে কিশোরগঞ্জ, চট্টগ্রামের সন্দ্বীপ ও ফেনী জেলায়।

Manual5 Ad Code

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর জোন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, ১৪ সেপ্টেম্বর এক ব্যক্তি ডিবির (বন্দর) কাছে তাঁর বাসা থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ করেন। প্রায় এক মাস আগে ওই মোবাইল ফোনটি চুরি হয়।

অভিযোগের ভিত্তিতে ডিবির একজন উপপরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনটির অবস্থান শনাক্তের পর কোতোয়ালির হকার্স মার্কেট গলির একটি মোবাইল দোকান থেকে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃত সোহেলের জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী আরও দুজনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে আইফোনসহ মোট ১৪৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

ডিবির প্রধান জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল চোর চক্রের সঙ্গে জড়িত। চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code