চট্টগ্রামে দুই কোম্পানির কাছ থেকে ৬০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সন্ধ্যায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলাগুলো দায়ের করা হয়। বাদী দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন।
অভিযোগ অনুযায়ী, জাবেদ এইচ এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৫৫ কোটি টাকা ও ওয়েল মার্ট লিমিটেড থেকে ৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নেওয়া এসব অর্থের বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে দুদক জানিয়েছে।
এক মামলায় জাবেদ ও তাঁর স্ত্রী ছাড়াও ইউসিবিএলের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামানসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। অপর মামলায় ওয়েল মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলামকে ভয়ভীতি দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ আনা হয়েছে।
এর আগে ইউসিবিএল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে জাবেদ-রুকমিলার বিরুদ্ধে আরও একটি মামলা করেছিল দুদক। সেই মামলার তদন্তে নেমে আরামিট গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার হয়েছিলেন।
সম্প্রতি চট্টগ্রামের আদালত তাঁদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন। একই সঙ্গে দুদক রুকমিলার গাড়িচালকের বাড়ির পাশ থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করেছে, যেখানে দেশে-বিদেশে জাবেদের সম্পদের প্রমাণ রয়েছে বলে দাবি সংস্থাটির।
প্রসঙ্গত, প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে জাবেদ চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ও তাঁর স্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।