
চট্টগ্রামে মাত্র ৫৩ দিনের ব্যবধানে চারবার জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করা হয়েছে। প্রশাসনের ভেতরে এ ধরনের ঘন ঘন রদবদলকে অনেকেই অস্বাভাবিক বলে মন্তব্য করছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বর্তমান ডিসি সাইফুল ইসলামকে বদলি করে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞাকে।
তিনি ২৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং চলতি বছরের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
সাইফুল ইসলাম চট্টগ্রামে যোগদান করেছিলেন ১৯ অক্টোবর—মাত্র ২৫ দিনের মাথায় তাঁকে ফের বদলি করা হলো।
১২ সেপ্টেম্বর ২০২4 – ফরিদা খানম চট্টগ্রামের প্রথম নারী ডিসি হিসেবে যোগ দেন।
দুর্নীতির অভিযোগ ওঠার পর ২১ সেপ্টেম্বর তাঁকে সরিয়ে দেওয়া হয়।
ফরিদা খানমের স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ আব্দুল আউয়ালকে নিয়োগ দেওয়া হলেও
যোগদানের আগেই আদেশ বাতিল হয়।
১৫ অক্টোবর – সাইফুল ইসলামকে চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ।
১৯ অক্টোবর তিনি যোগদান করেন।
১৩ নভেম্বর – সাইফুল ইসলামকে সরিয়ে নতুন ডিসি হিসেবে আসছেন মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় প্রশাসনে রদবদলের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।