১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম সিইপিজেডে তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন

admin
প্রকাশিত ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১৬:৩২:২০
চট্টগ্রাম সিইপিজেডে তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন

Manual1 Ad Code

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি তোয়ালে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, “বেলা ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। হতাহত বা ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।”

Manual7 Ad Code

ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুপুর ২টা ১০ মিনিটে সিইপিজেডের লিংক রোডে অবস্থিত একটি তোয়ালে কারখানায় আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে মাত্র দুই মিনিটের মধ্যে, অর্থাৎ ২টা ১২ মিনিটে, প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

Manual7 Ad Code

আগুনটি সাততলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন। তবে আগুন লাগার সময় তাদের সবাই নিরাপদে বের হতে পেরেছেন কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Manual7 Ad Code