কেরালা: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। ওই তিন ম্যাচে তাঁর সংগ্রহ ছিল মোটে ৪০ রান। তবে সিরিজের চতুর্থ ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেই ফিরলেন তিনি, সঙ্গে ছুঁয়ে ফেললেন ক্যারিয়ারের বড় এক মাইলফলক।
কেরালার গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্মৃতি অপরাজিত ৮০ রান করেন। এই ইনিংস খেলতে গিয়েই তিনি মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন। স্মৃতির আগে এই কীর্তি গড়েছেন মাত্র তিনজন ক্রিকেটার।
ব্যাট করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর আক্রমণাত্মক ছিলেন স্মৃতি ও ওপেনিং সঙ্গী শেফালি ভার্মা। দুজন মিলে উদ্বোধনী জুটিতে ১৬২ রান যোগ করেন। স্মৃতির ৪৮ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। এদিন ব্যক্তিগত ২৭ রান পূর্ণ করতেই তিনি ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
স্মৃতির আগে সুজি বেটস ও শার্লট এডওয়ার্ডস এই মাইলফলকে পৌঁছান। ভারতের ক্রিকেটারদের মধ্যে তিনি দ্বিতীয়। তবে ইনিংসের হিসেবে সবচেয়ে দ্রুত ১০ হাজার রানে পৌঁছানোর রেকর্ড গড়েছেন স্মৃতি। এই মাইলফলক স্পর্শ করতে তাঁর লেগেছে মাত্র ২৮১ ইনিংস।
উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্মৃতি মান্ধানার। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই এবার এল এই ঐতিহাসিক অর্জন।