১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চবিতে শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

admin
প্রকাশিত ০৯ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২১:৪৮:১৪
চবিতে শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Manual3 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ২০ মিনিটে শহর থেকে আসা শাটল ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সময়ই চলন্ত অবস্থায় ওই ব্যক্তি তাড়াহুড়ো করে নামতে যান। এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। শিক্ষার্থীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যান।

Manual7 Ad Code

চবি শিক্ষার্থী রাফি বলেন, “ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই লোকটি লাফ দিয়ে নামতে যান। পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। আমরা যত দ্রুত পারি তাঁকে বের করি, তবে অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।”

আরেক শিক্ষার্থী আফসানা ফজলুল জেরিন তাঁর ফেসবুকে লিখেছেন, ট্রেন চলন্ত অবস্থায় নামতে গিয়েই তিনি পড়ে যান এবং কিছুক্ষণ ট্রেনের নিচে আটকে থাকেন।

Manual2 Ad Code

চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, নিহত ব্যক্তি রেলওয়ে কলোনির বাসিন্দা সাদা ভান্ডারি। তাঁকে গুরুতর অবস্থায় মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়। পরে লাশ হাটহাজারী উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code