১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চবিতে শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষে জরুরি সিন্ডিকেট বৈঠক আজ

admin
প্রকাশিত ০২ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১২:৫৭:৩১
চবিতে শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষে জরুরি সিন্ডিকেট বৈঠক আজ

Manual2 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় জোবরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ মঙ্গলবার বিকেল ৩টায় জরুরি সিন্ডিকেট বৈঠক ডাকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতিতে চবি ক্যাম্পাস ও আশপাশে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের ধরপাকড়ের আশঙ্কায় জোবরা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। জরুরি সিন্ডিকেট বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual4 Ad Code

সম্প্রীতি কমিটির সিদ্ধান্ত

এর আগে গতকাল (সোমবার) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সম্প্রীতি কমিটির বৈঠকে ১০ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

মামলা প্রস্তুতি

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাপ্রধান মোহাম্মদ আব্দুর রহিম বলেন, গতকাল রাতে আমরা থানায় গিয়েছিলাম। তবে পুলিশ ও সেনাবাহিনী পরামর্শ দিয়েছে, তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা করলে তা কার্যকর হবে। আজ আরও তথ্য সংগ্রহ করে মামলা করা হবে।”

১৪৪ ধারা জারি

এ ঘটনায় জারি হওয়া ১৪৪ ধারা আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে প্রশাসন ও ছাত্র সংগঠনগুলো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখার দাবি জানিয়েছে।

Manual2 Ad Code

পটভূমি

গত রোববার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে কেন্দ্র করে দারোয়ান ও শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। গ্রামবাসীর কয়েকজনও আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

Manual6 Ad Code