সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
হোসাইন ইকবাল ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায়
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মশাল মিছিল বের হয়ে প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে চবি ও বাকৃবি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন তারা।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন— “চবিতে হামলা করে, ইন্টেরিম কি করে”, “আমার ভাইয়ের রক্ত ঝরে, ইন্টেরিম কি করে”, “আমার ভাইয়ের নিরাপত্তা দে, নইলে গদি ছেড়ে দে”।
সমাবেশে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, “আমাদের দলমত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই এক। কোনো ষড়যন্ত্র হলে আমরা একতাবদ্ধভাবে মোকাবেলা করবো।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম শান্তিপূর্ণ একটি ক্যাম্পাস পাবো। কিন্তু পতিত ষড়যন্ত্রকারীরা আবারও ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, আজ সেই শিক্ষার্থীদের রক্ত ঝরছে অথচ প্রশাসন নীরব। যদি নিরাপত্তা দিতে না পারেন তবে স্বসম্মানে চলে যান।”
অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে শাবিপ্রবি শিক্ষার্থী মো. আবু নাসিম বলেন, “গণ-অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে বিদায় করে যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ব্যর্থ হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছে এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভঙ্গ করেছে। যদি স্বাধীনতার স্বপ্নকে রক্ষা করতে না পারেন, তবে আমরা জাতীয় কিংবা বিপ্লবী সরকার গঠন করবো।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD