১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চবি ও বাকৃবিতে হামলার প্রতিবাদে শাবিতে মশাল মিছিল

admin
প্রকাশিত ০১ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ২২:৪৪:১৩
চবি ও বাকৃবিতে হামলার প্রতিবাদে শাবিতে মশাল মিছিল

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

হোসাইন ইকবাল ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায়
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মশাল মিছিল বের হয়ে প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে চবি ও বাকৃবি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন তারা।

Manual3 Ad Code

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন— “চবিতে হামলা করে, ইন্টেরিম কি করে”, “আমার ভাইয়ের রক্ত ঝরে, ইন্টেরিম কি করে”, “আমার ভাইয়ের নিরাপত্তা দে, নইলে গদি ছেড়ে দে”।

সমাবেশে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, “আমাদের দলমত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই এক। কোনো ষড়যন্ত্র হলে আমরা একতাবদ্ধভাবে মোকাবেলা করবো।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম শান্তিপূর্ণ একটি ক্যাম্পাস পাবো। কিন্তু পতিত ষড়যন্ত্রকারীরা আবারও ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, আজ সেই শিক্ষার্থীদের রক্ত ঝরছে অথচ প্রশাসন নীরব। যদি নিরাপত্তা দিতে না পারেন তবে স্বসম্মানে চলে যান।”

Manual2 Ad Code

অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে শাবিপ্রবি শিক্ষার্থী মো. আবু নাসিম বলেন, “গণ-অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে বিদায় করে যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ব্যর্থ হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছে এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভঙ্গ করেছে। যদি স্বাধীনতার স্বপ্নকে রক্ষা করতে না পারেন, তবে আমরা জাতীয় কিংবা বিপ্লবী সরকার গঠন করবো।

Manual7 Ad Code